শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

খণ্ড খণ্ড লড়াইয়ের অখণ্ড হৃদয়গাথা


অঘটন না,
প্রতিঘটনার ধারাপাতে হেরে গেল শিল্পিত সুন্দর! মুদ্রার ওপিঠ থেকে,
দাঁড়াল সামনে, বিপরীত ইতিহাস! এই বেলা,
প্রতিশিল্পিত সুন্দরে
শুনবে পৃথিবী, বিপরীতমনা বাউলের গান, নিঝুম নিশিতে বেজে ওঠা (ঘরভাঙা) কালার বাঁশরি!...

পর্ব্বে পর্ব্বে
পরাজিতজন, গড়ে তোলে মর্ম্ম গাথা!
পরাজয়শিল্পে রচনা হয়েছে, জয়িতার ইতিহাস!...
এই যে এখন, কচুপাতাটির বুক থেকে
টুপ...
ঝরে পড়ল যে শিশিরের মন কিংবা আকাশের বুক থেকে রিমঝিম রিমঝিম!
তাহার বিহনে,
গেয়েছে কে কখন শ্যামল মাটির কোলে পতনের মর্ম্ম গাথা?
লড়াইয়ের মাঠে
আজ
পর্ব্বে পর্ব্বে পরাজিত, অপরাধী! পরাজয় মহিমায় গড়ে তোলে
খণ্ড খণ্ড লড়াইয়ের অখণ্ড হৃদয়!
জেনেছে ঈগলটন,
তর্জনীর ইশারায় নির্ভীক মেশিনগান,
          গিটারের সুরে সুরে বেজে ওঠছে পবিত্র সন্ত্রাসে! এশিয়ায়, আফ্রিকায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন