শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

আমি ও ফড়িং


চোখলাল বসবাস থেকে দূরে
  সবুজশাসিত বনে
    আমি ও ফড়িং থাকি একসাথে
      করি খুনসুটি
       করি ভালোবাসাবাসি
        মন    
         যখন যেখানে চায়
          যাই
           করি না পরোয়া কারো
           বলি
           চোখলাল বসবাস ছাড়ো
            সবুজ শাসন ভালোবেসে
            মনের পবনে পাখা মেলে
            আমি ও ফড়িং
           ফুড়ুৎ ফুড়ুৎ উড়ি— যেনবা রঙিন ঘুড়ি


চোখলাল
  বসবাস থেকে দূরে
   সবুজশাসিত বনে
    আমি ও ফড়িং
    মনলাটাইয়ের প্রণয়সুতোয় বাঁধা…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন