বৃষ্টিভেজা
চুলের খোঁপায় আমি নিবেদিত একটি দোলনচাঁপা! তুমি কোন কাননের ফুল?
বৃত্তচারী
বৃত্তে
খুঁজি
নিবেদিত
একটি
দোলনচাঁপা
হয়ত
পাব
হয়
পাব না
তবু
বৃত্তচারী
বৃত্তে
খুঁজি
কী
গো
নিবেদিত
একই
দোলনচাঁপা
বৃত্ত
ভেঙে
হয়েছি
কি বের
অন্যবৃত্তে
বৃত্ত
থেকে
বৃত্তে
ঘুরি
ফিরি
কবে
পাব
নিবেদিত
একটি
দোলনচাঁপা
বৃত্তাবাসে
বৃত্তাচারে
পাব
কি না পাব
জীবনরাগের
জীবনকুসুম
নিবেদিত
একটি দোলনচাঁপা
দোলনচাঁপা!
যতটা আড়ালে যাও ততটা নিকটে আসি, আমার ভীষণ ভালো লাগে, লুকোচুরি লুকোচুরিখেলা…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন