মানবের
দেখা পাইনি বহুদিন!
তবে,
অনেক
মানবের মাঝে পাই তার দেখা! জনে জনে বলি : মানব, কেমন আছ?
পাই
না উত্তর!
এসো
সভ্যতা, এসো পবিত্র! এসো, খেলি... ঘাসের চাদরে...
শুয়ে...
বসে... দাঁড়িয়ে... এমনই
মধুর
ভঙ্গিতে...
করি,
মানবিক চাষ!...
দেখুক
পাখিরা, হাসুক ফুলেরা, লাজে উড়ে যাক প্রজাপতি,
আড়ালে
আড়ালে চিমটি কাটুক, মৌমাছির শ্যালিকারা, ফুলের দেবরেরা, নদীর ননদিরা!
তবু
ভরাব
পৃথিবী, সবুজে সবুজে, মমতায়, নিবিড় বন্ধনে।
এসো,
ভয় নেই...
সবিতার
যোনি থেকে বেরিয়ে এসেছে যে পৃথিবী
আমি
তারই সন্তান— এসেছি নগ্নতা, এসেছি পবিত্র,
আমাকে
বরণ করো, ঘাসের চাদরে, শুয়ে... বসে... দাঁড়িয়ে... মধুর ভঙ্গিতে...
পৃথিবী
চায় না, পারমাণবিক খেলা।
এসো,
পরমগুহায় খেলি, পরমের খেলা; করি জীবনের চাষ...
একটি
গোলাপের অবদমনে শুরু হয় দিন,
গোলাপের
গোঙানিতে ঘুম থেকে জেগে ওঠে কবি, শিল্পের কান্নায় জেগে ওঠে প্রতিশিল্পে!
এসো
সভ্যতা, এসো পবিত্র! খেলি,
ঘাসের
চাদরে...
শুয়ে...
বসে... দাঁড়িয়ে... এমনই মধুর ভঙ্গিতে... প্রতিশিল্পে...
সভ্যতাধীরাজ!
সাবধান।
দেখো
রে বাহার, কেমন রয়েছে খাড়া, সাড়ে তিন ইঞ্চি… যেনবা উদ্যত কাটারাইফেল!
তোমাকে
বরণে
শুয়ে......
বসে........ দাঁড়িয়ে....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন