শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

গোলাপত্ব


..............................
গোলাপে নিহিত আছি গোলাপত্ব!
   পাবেন আমাকে,
      ০১টি গোলাপে, ১০০টি গোলাপেও!
            তবে,
                      বাসনার ব্যাকরণ জানা চাই।

আনন্দবেদনামর্ম্মে গোলাপমহিমা,
   দেবে গোলাপত্ব!
         নেবেন কয়টি? ০১টি নাকি ১০০টি?

বলছে সংখ্যা : (০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯...)
   শূন্যের বাগানে
       যতই অধিক ততই পিপাসা, মাঝে গোলাপত্ব!

বলবেন?  নেবেন কোনটি,
    ০১টি? ১০০টি? নাকি গোলাপত্ব?
           রাখবেন মনে, বাসনার ব্যাকরণ;
                না হলে, পাবেন না কিছুইআমাকেই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন