……………
বিকল্পের
‘প’ ধরে করছ কেন টানাটানি?
বি(শেষ)কল্পে যে নদী বহে
তুমি কীভাবে আটকাবে তার বাঁক?
ভাঙাগড়া (সং)সারে
নদী
বি(শেষ)কল্পে যে নদী বহে
তুমি কীভাবে আটকাবে তার বাঁক?
ভাঙাগড়া (সং)সারে
নদী
বইছে তবুও…
বিকল্পায়নের বাঁকে বাঁকে…
ইহা
সৃজনের আদিবাদ, আদ্যাশক্তি!
বিকল্পায়নের বাঁকে বাঁকে…
ইদানীং
আমার খুউব ঘুম পাচ্ছে!
চোখের পাতায়
বসে থাকে ঘুমপাড়ানিয়া পিসি।
দেখি ঘুমঘোরে
লোকটা
ইহা
সৃজনের আদিবাদ, আদ্যাশক্তি!
বিকল্পায়নের বাঁকে বাঁকে…
ইদানীং
আমার খুউব ঘুম পাচ্ছে!
চোখের পাতায়
বসে থাকে ঘুমপাড়ানিয়া পিসি।
দেখি ঘুমঘোরে
লোকটা
‘বিকল্প
তরবারির প্রস্তাবনা’ পাঠ করছেন, করতালিমুখর মঞ্চে!...
দুলি ঘুমঘোরে
বিড়বিড় জপি—
দোলনা, দোল না, দোল। দোদোল দোদোল দোল…
দোলনচাঁপার বনে,
ঘুমে জাগরণে
(আন)দোলনের দোলা।—
দোদোল দোদোল দোলে দোলযাত্রা,
কাঠামোর মনে!...
দুলি ঘুমঘোরে
বিড়বিড় জপি—
দোলনা, দোল না, দোল। দোদোল দোদোল দোল…
দোলনচাঁপার বনে,
ঘুমে জাগরণে
(আন)দোলনের দোলা।—
দোদোল দোদোল দোলে দোলযাত্রা,
কাঠামোর মনে!...
দোলনা,
পুবালি বাতাসে
দোল না, বিকল্পপুরাণে!
ওড়না, উড়
না, বিকল্পায়নের পতাকায়!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন