আমি/ ভাষা খুঁজে পাচ্ছি
না/ আমি/ বাসা খুঁজে পাচ্ছি না/
পাচ্ছি না প্রযত্ন/
যাচ্ছি না তোমার কাছে/
কহিতে কথাটি/…
ছলাৎ ছলাৎ/ জলের ভাষায়/ তুমি/
বয়ে যাও কোথা/
নদী/ বাঁকে বাঁকে রেখে
যাও বাক/ কাহার লাগিয়া/
কূলের কাহনে গাঁথো/
বর্ণের মালাটি/
ফুটুক ফুটুক/ ভাষামুখী/
ঘ্রাণের কাহিনি রচে/
প্রতিদিন/
কতনা মুকুল ঝরছে বাগানে/…
ভাষাবাসামনে/
আমি/ ভাষা খুঁজে পাচ্ছি
না/ আমি/ আশা খুঁজে পাচ্ছি না/ কহিতে
কথাটি/...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন