স্নায়ুর
সমরে
শুরু
হলো, কথার লড়াই, বাক্যবিনিময়, কূটনীতি!...
শকুনি
মামার দেশে।
খেলছে
বলটা, মাঠ জুড়ে,
খেলছে
বলটা, ১১/ ১১ জনে, কাঁপায় মাঠের মর্ম্ম, কখনো ব্যানানাকিকে,
কখনো
বাইসাইকেলকিকে,
কখনো
হেডে, কখনো থ্রুতে, কখনো ফ্রিকিকে,
সাম্বায়…
টিকিটাকায়…
পায়ে
পায়ে খেলছে ছান্দস, সুদূর কল্পনা! হানা দেয় মাঠের উদ্দামে,
ঢুকে
পড়ে গোলের হৃদয়ে।...
খেলছে
বলটা, গ্যালারিতে। ২ ভাগে। দর্শকের মনে।...
খেলছে
বলটা, আক্রমণে।...
খেলছে
বলটা, প্রতি-আক্রমণে।...
খেলে
খেলে পরায় মুকুট, জিতে নেয় ১টি পন্থার মন।...
পৃথিবী,
১টি বল! খেলছে বলটা, পায়ে পায়ে, খেলছে বলটা, জয় পরাজয়ে,
বলটির
গতি,
বিধি পরখ করছে ‘ইতিহাস কারখানা’!
তোমার
কথারা
পিংপং
বলের মতোন ধেয়ে ধেয়ে
আসছে
আমার দিকে…
তবে
আমিও
চালাব ব্যাট… উল্টো কথার ব্যাকরণে… বাক্যবাণে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন