শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

সাড়া


...
উঁহু, ওভাবে না।
উলুর ভঙ্গিতে জিহ্বা নাড়াও!...
...
উঁউঁহু,
চুপচাপ না।...
...
আরও গভীরে যাও, খোঁজো, অর্থের ব্যঞ্জনা!...
এই যে দেখছ,
নদী...
বয়ে চলা জলের গুঞ্জন...
কাশবন...
বাতাসের আলাপনে বাজে  শ-ন্-শ-ন্...
শুনছ,
পাহাড়ের সানুদেশ বেয়ে নামা জলপতনের গান!—
এই
পাড়াটির নাম, সাড়া!
জাগানিয়া মনে
সুতরাং
বেজে উঠুক না ধ্বনির কাকলি, উলুময়!...
...
মর্ম্মর
মর্ম্মর তানে
ভাঙছে,
গড়ছে, এই শব্দবিশ্ব!...
ও-লা-ই-লা!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন