………………………….
দৃশ্যমান
সকল কিছুই প্রকৃতির
মুখোশ ও লীলা, তবু, কতনা মুখশ্রী
খোঁজে প্রিয়মুখ!
মানুষ ভজলে সোনার মানুষ
পাব না হে;
পরশপাথরে
কেমন সে রূপ, সময়ে সময়ে
বদলায়, রংতুলিময় কালের পরশে,
মানুষসকল প্রকৃতির মুখোশ,
মুখশ্রী!......................
উৎসের মর্ম্ম থেকে জেগে
ওঠা রূপনগরের কূলে,
এই জীবনবিতান,
নানান রঙের মুখের মুখোশে
কেবলই অভিনয়;
সাপ হয়ে কাটা ওঝা হয়ে
ঝাড়া,
না আশরাফ, না আতরাফ,
সকলই মখলুকাত, মুখ ও
মুখোশ, প্রকৃতির!..............
বন্ধু, শুভেচ্ছা তোমাকে,
জন্মযাত্রার!
বন্ধু, শুভেচ্ছা তোমাকে,
জীবননাট্যের! বন্ধু, শুভেচ্ছা তোমাকে, মুখোশের, মুখশ্রীর!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন