একটু পিছাতে চাই/ পরান কথার নীড়ে/…
গতির লালিত্যে/
ধনুক
যেভাবে বেঁকে যায়/ পিছনের
দিকে/…
কৃষ্ণকালা জানে/
পৃথিবীর কুরুক্ষেত্রে/
অর্জুনের/
পশ্চাদ্গমনে লুকায়িত ছিল/ মহাবীর/ কর্ণবধ/…
একটু পিছাতে চাই/ অন্ত্যজ
মাটির কাঁচাসোনায়/ জেনে নিতে কর্ণের বেদনা/…
টা-ন-টা-ন/
ধনুকের ছিলাময়/
বুড়ো আঙুলের ইতিহাসে/
মর্ম্মের পোড়নে জেগে ওঠে একলব্যবিশ্ব/…
প্রাসাদের ভারবহ/
ক্ষমতা কেন্দ্রের খুঁটি/
মধ্যবিন্দু ছেড়ে/
নতুন সৌন্দর্য্যে সরে
যায়/ প্রান্তরের দিকে/…
একটু পিছাতে চাই/ পরান
কথার নীড়ে/
খনার
কর্ত্তিত জিহ্বা জানে/
কথার মালায় রচা/ বিনিসুতোমালা/
নিবিড় বন্ধনে বাঁধে/
উদ্যাপনের কথামালা/…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন