সুন্দরী
সরিষাফুল
মাঠময়
বিছিয়ে রেখেছে হলুদবরন শাড়ির আঁচল
যমুনার
কূলে
হলুদ
ও সবুজের নীড়ে নিরলে আসিবে শ্যাম
নিয়ে
দেহবাঁশি
ছিদ্র
গোটা
পাঁচ অনুরাগে তোলা সুরলহরীর
কুলকুল
তানে জাগাবে আবার আকুল যমুনা
অকূল
প্লাবনে ভেসে রইয়া রইয়া
নিরলে
শুধাবে—
পুরোনো নদীর কূলে,
পুরোনো
বটের মূলে,
বাঁশি,
তুমি বাজো? নাকি, আমি
বাজি?...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন