শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

নটরাজ

....................
নাচে নটরাজ, নাচে নাচে...
ত-র-ঙ্গা-য়ি-ত
কণায় কণায় বাঁকে বাঁকে
নাচে ইলেকট্রনে...
নাচে পসিট্রনে
নাচে ফোটনে...
নাচে সৃজনে... নাচে বিনাশে...
নাচায় ত্রিশূল, নাচায় নাচায়!...
বয়ে চলার
শব্দসুন্দরমে (বাজায় ডুগডুগি, বাজায়!...)
নৃত্যপরায়ণ
এ নিখিল বিশ্বে
গতিময়
সাপের আলেখ্যে
(গ্রীবায় দোলছে রূপের বিভঙ্গ)
এই
জীবনপুরাণ!...
নাচে নটরাজ, নাচে নাচে...
ত-র-ঙ্গা-য়ি-ত
কণায় কণায় বাঁকে বাঁকে,
জাগিছে নৃত্যজ পদে অর্থের বাগান...
নাচে সত্যম্
শিবম্
সুন্দরমে...
জটায়ু চূড়ায় হাসে
পার্বতীর
চিকন ঠোটের হাসিময় একফালি বাঁকা চাঁদ!

নাচে নটরাজ, নাচে নাচে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন