শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

বৃক্ষ


.......................
বুকের জমিন রাঙা বীজতলা, নিড়ানি চালায় মদন মোহন, লাগে দোলা!...

ইদানীং
ফাগুনের ঝিরিঝিরি হাওয়ায়
বকুলফুলের
একটি চারার বেড়ে ওঠা
অনুভূত হচ্ছে বাম বুকে
একটু একটু গজায় শিকড়
মধুর ব্যথায় কাটছে সময়,
কী যে ক-রি
আরো অনুভূত হচ্ছে
যতনযাতনা
নিপুণ পরিচর্য্যার বাগানবিলাস...
বাগানবিলাস...
চিকচিক রোদের পরশমাখা কোমল পাতায় হাসে
একটি গোপন হাসি
হাসির গোপন কথা :
দেখো,
কীভাবে রচনা করি
লতাপাতাঘেরা মধুর বাসর…

আদেহ দখলে নেবে চারা,
লীনার্ত সময়ে হবে বৃক্ষ, প্রকৃতিশোভিত সংসারে! যার নীচে বসে, সুজন বাজাবে বাঁশি, রাধার বিহনে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন