পাখি, যাবে নাকি উড়ে?
সায়ঙ নদীর তীরে,
রোদেলা সুখের ওমে,
পথের বেদনা ভুলে,
বসব, সজনেগাছের ডালে।
মৃদু তরঙ্গে বহে না
স্নিগ্ধশোধন সলিল,
বুড়িগঙ্গাতীরে নামে
নিশীথিনী অন্ধকার।
চল, যাই ভেসে ভেসে…
দূর সুদূরের নীড়ে,
কাঁদুক পিঞ্জিরা
কাঞ্চন বাঁশের দেহ।
ওপারে হাসে জলকণা
সপ্তপদী প্রেম,
সবুজ ঘাসের দেশে শিশিরকণিকা।
কীর্তনিয়াতীরে
নিগূঢ় তিয়াসে যদি চাস
দেবো
ঠোঁটে ঠোঁটে কবোষ্ণ আদর।
দিঘল পথের পরে
ধুলোবালিসংসার।…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন