শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

দাম্পত্যকাহন

.....................................................
দিঘল যাত্রার পরিসর শেষে/
টুকিটাকি/
আনন্দবেদনা ভাগাভাগি কল্পে/
একটি নীড়ের অনুভবে/ ভাবনামুখর/
হবু হংসদম্পতি/
শীতের প্রকোপে/ সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা/ হংসযুগল/...
                                     
                বাংলার রূপের আঁচলে/
                পিরিতি রসের সারে/
                মাটি নীড় ও স্বজন কাঙ্ক্ষায় বসবাস দেখে/
                কবিবর/
                কোকিলের কণ্ঠে ঝরে/ ভাবের বয়ান/—
                                         কী ঘর রচনা করি/ চারদিকে শূন্যের মাঝার/...

হিতে বিপরীত/
দর্জিপাখি/ শ্রীবাবুই র্কমকার/
লালনপল্লির আঙিনায়/
একপায়ে/ আকাশউঁকি দাঁড়িয়ে থাকা/
তালগাছের শাখায় রচে/ কবিতার পাতার কুটির/— শিল্পের বড়াই/...
                                         
                    ভাব ও শিল্পের কীর্ত্তিগাথা শুনে/
                    কমরেড বোধিপ্রিয় কাক/
                    সরবে জানায়/
                    কাকস্য পরিবেদনা/— পোকামাকড়ের উপদ্রবে ক্ষয়ে যাচ্ছে বসতিবিন্যাস/...

ইতিভাষে/
কৌমরমণীর/ সবুজ কাজলপরা চোখ/
সহজিয়া/ হারানো আবাস/
দ্রৌপদীপুরাণে/ সজনিকাতর ছায়া ফেলে/
সিটিহার্ট/ ব্রিটনি স্পিয়ার্স/ আর নাগরিকা রায়/ মেডোনার চোখে/...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন