শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

বাজারফেরত একটি কবিতা


শ্রাবণসন্ধ্যায়
একপশলা বৃষ্টির পরে
সাঁঝের বালিকা
গোধূলির সোনাঝরা রঙ দেখে
বিজন গাঁয়ের পথ ধরে
বাড়িমুখী
...বাজারফেরত লোকটি
ভাবল :
বুঝিবা মেখেছে প্রসাধন
Fair & lovely
বুঝে
মুচকি হাসল
জলের পরশে ভেজা একটি সবুজ পাতা
হাসির ঝংকারে
উড়লো
রঙিন ডানার প্রজাপতয়ে নমঃ
একটি ফিঙে…

দেখছে …সভ্যতা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন