শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

আধার ও আধেয়


.......
কাবায় শরিয়ত,
হেরাগুহায় মারেফত— (কাবায় ফিজিক্স,
হেরাগুহায় মেটাফিজিক্স!)
মাঝে
কেবলা ও নূরে
মুখরিত রোশন-এ-আরা...
খোঁজে
শরীরে শরিয়ত, মনেতে মারেফত—
(লালা+লালা= লীলা... ঘটনাপুঞ্জের কেন্দ্র...) ব্রহ্মাণ্ডে ফোটছে মন
রজনী পোহায়,
গর্ভের আঁধার কেটে নূর-এ উদ্ভাস...
ফুলেল লাবণ্যে
(কাবার বিহনে জাগে হেরা...
হেরার বিহনে কাবা...) জশনে জৌলুশে
(পদ+অর্থে) ধরে
ভাবের মুরতি... মোরাকাবা... এ কী অপরূপ আধেয়শিখায়
জ্বলে
আধারপ্রদীপ!…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন