বহুভাবার্থ
বাক্যং কাব্যম্
একটি
শিকড়ে অনেক শিকড় জাগা
ধানগাছ,
মাটির
গভীর থেকে টেনে তুলে দেখালাম, যখন চাহিল
কবিতার
পরিচয়!..............
কী
এমন ভাবের নন্দনে জেগেছে শরীর?—
লাবণ্যের
ঘুমে
বললাম
দুচোখ
ফেরান
সহজ
শরীরে ধানের মাদুলি পরা মনটির দিকে!...
বিশদ
পরানে
বাঙলার
সবটুকু নিয়ে তাকে পাই,
শীতের
শিশিরে ভেজা ঘাসফুলে, দূর্ব্বাদলে, সমবেত কাকলিমুখর পাখিদের গাঁয়ে, সবটুকু নিয়ে,...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন