শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

মায়া


জীবনং শরণং গচ্ছামি/ অর্থং শরণং গচ্ছামি/...

মায়ার কাননে/ আমরা সবাই মায়া/ জীবনও/...
সুতরাং/
মাটির মিতালি ছেড়ে/ পাবে না কিছুই/…
এমনই/
বিজেতা কথার মালা/
পরিয়ে গলায়/ জীবন অরণ্যে/ হারাল আমাকে/ বোধের প্রতিমা/
মৃগয়ায়/
মায়ার সুতোয় রচা/ ধনুকের ছিলা থেকে ছোড়া তিরে/
পতিত দেখেই/
ডেকে ওঠে বোধের পায়রা/ ওঁম শান্তি/
বোধিগাছে/
শাখায় শাখায়/
ফুলের সৌরভে খেলে/ আমার চেতনাজুড়ে/ অপার জীবনানন্দ/…





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন