শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

গণিত-অজ্ঞ


গণিতে ভীষণ কাঁচা আমি!
তবু
কী অবলীলায় বুঝে ফেলি চাহনির অনুপাত,
কত সমকোণ!...
কত ডিগ্রি এঙ্গেলে
জানালাটি ঝুঁকে আছে জানালাটির দিকে!...
মুষলধারায় বৃষ্টি হচ্ছে বর্ষার নন্দনে... 
যদি 
একটি জানালা থাকত
তবে
দেখতে পেতাম, আরও জানালা,
জেগে আছে, দৃষ্টির দূরত্বে।...
                     খুউব দূরে না আবার দূরও আছে… এবং দৌড়ও আছে...
সম্পর্কপ্রাসাদে
মিতালিপ্রবণে পায়ে পায়ে ভাঙি
সিঁড়ি
বুঝে ফেলি,
মাটির নৈকট্য ছেড়ে
নীচ থেকে
উপরে ওঠার ভার 
যেন 
কাছের মানুষ ছেড়ে দূরে যাওয়ার বেদনা!...
অথবা
উপর থেকে নীচে
মাটির নৈকট্যে ফেরার ভারহীনতা 
যেন 
কাছের মানুষে
কাছের মানুষের কাছে ফেরার আনন্দ!...
এসবের 
মাধ্যাকর্ষণমূল্য = এক! 

পৃথিবীর পাঠশালায় প্রকৃতিস্য ছাত্র আমি, জীবনের প্রতিটি পাতায়, ফলাফল = শূন্য!
তবু
কী অবলীলায় বুঝে ফেলি, শূন্যের ভরত্বে লুকায়িত সংখ্যার লীলা—
যাহা শূন্য তাহা এক কিংবা অধিক...
মণিকাঞ্চনযোগিনী জানে,
১+১+১… = ১! 
অথবা   ১+২+৩… = ১!
একাধিপত্যের কেন্দ্রে  
শীর্ষ-
বিন্দুটির মনে
বৃত্তের জ্যামিতি পাড়ি দেয়া বৃত্তে আছে ভুবনডাঙার জয়মাল্য! 

অথচ
গণিতে ভীষণ কাঁচা আমি!...




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন