শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

সমবেদনা

তোমার মৃত্যুতে/
যে সমবেদনা বাক্যের বাগানে/
তার মাঝে/
বহুরৈখিক রাজনীতি আছে/…
আছে/
দৃষ্টির ভঙ্গিমা/
না বলা গল্পটির পেছনে/ আরও অনেক গল্পের পটভূমি/...
কত জল ঘোলা হয় বিশদ বর্ণনে/
জানে/ যমুনার মন/ আর খেয়াঘাটটির মাঝি/...
তোমার মৃত্যুতে যেমনই আছে/
অস্তপারে/ ডুবে যাওয়া দিবসের অবসান/
তেমনই অন্যবর্ণে/
সূর্য্যের উদয়/...
মাঝখানে রয়ে যায়/ জমাট আঁধার/
রাতের আঁচলে/ জোনাকির আলোজ্বলা বুদ্ধিবৃত্তি/
গুঞ্জনমুখর ঝিঁ-ঝিঁ-ঝাঁ-ঝাঁ/
কিংবা/
তারকার ঝি-কি-মি-কি নিস্তব্ধতা/...

মৃত্যুতেও রয়ে যাও তুমি/ রাজনীতিময়/...




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন