শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

মায়াবাড়ি পাঠশালা

মায়াবাড়ি পাঠশালে/ রুপালি সকালে/
সূর্য্যঘড়ি ফেলে ছায়া/ দশটার/
পাঠশালা হতে/
একশত হাত দূরে/…
কাঠবাদাম গাছের ছায়ায় দাঁড়ানো/ উড়ুউড়ুমনা ছেলেটির/
ক্রিংক্রিং/
বাইসাইকেলফোনে/
প্রতিদিন/
মেয়েটির মনে ফুল ফোটে/ দশটার/…
আর/ দুরুদুরু কাঁপে বুক/
জানে যদি মিসেস মালতি মালা/ ফুটবে অশ্রুত/ বারোটার ফুল/...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন