……………………………………………
কে তুমি?
দক্ষিণে চলে যাও!
যাব আমি উত্তর পাড়ায়।
দক্ষিণপন্থায় মন নেই,
উত্তরায়ণের গর্ভে জন্মে নওল দিনের সখা, ‘পরিক্ষিৎ’ সময়ের ভাষ্য!...
দক্ষিণে চলে যাও!
যাব আমি উত্তর পাড়ায়।
দক্ষিণপন্থায় মন নেই,
উত্তরায়ণের গর্ভে জন্মে নওল দিনের সখা, ‘পরিক্ষিৎ’ সময়ের ভাষ্য!...
ফিরে আসি,
আকাশসাগরে ভাসমান
মেঘের ভেলায় তিন দাঁড় বেয়ে,
উজানিয়া পালে ভরা
ধরিত্রীর বুকে জমা ক্রন্দিত নিশ্বাস!—
মুই রঙিলা নায়ের মাঝি।
ফিরে আসি,
মনের নির্যাসে জ্বেলে মঙ্গলপ্রদীপ।…
ফিরে আসি, তীরে ভিড়ি,
আকাশসাগরে ভাসমান
মেঘের ভেলায় তিন দাঁড় বেয়ে,
উজানিয়া পালে ভরা
ধরিত্রীর বুকে জমা ক্রন্দিত নিশ্বাস!—
মুই রঙিলা নায়ের মাঝি।
ফিরে আসি,
মনের নির্যাসে জ্বেলে মঙ্গলপ্রদীপ।…
ফিরে আসি, তীরে ভিড়ি,
মহাজাগতিক পথে ঘরহারা
দুখে
ভুবনগাঁয়ে বসত গড়ি, মুই ফাল্গুনীর প্রতিবেশী,
ডান হাতে মম বিপন্ন বাঁশরি, বাম হাতে নওলদিনের ওহি!...
জাগি,
...চরাচরে
কর্ষণে
অভিকর্ষণে
নির্ম্মাণ হলে চারণভূমি,
আঁজলা ভরে নেব পিপাসার জল!...
ভুবনগাঁয়ে বসত গড়ি, মুই ফাল্গুনীর প্রতিবেশী,
ডান হাতে মম বিপন্ন বাঁশরি, বাম হাতে নওলদিনের ওহি!...
জাগি,
...চরাচরে
কর্ষণে
অভিকর্ষণে
নির্ম্মাণ হলে চারণভূমি,
আঁজলা ভরে নেব পিপাসার জল!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন