এই ছড়াটা আমার ঐ ছড়াটা তোমার
তোমার ছড়া
সাদা
আমার ছড়া
কালো
তোমার আমার
ছড়ায় ছড়ায় বিয়ে হবে
অনেক ছড়ার মেলা হবে
কী মজা না হবে...
হাসবে সবাই
হাসুক
হাতিশালায় সাজবে হাতি
ঘোড়াশালে ঘোড়া
ছাদনাতলায় বাজবে বাজনা
টাকঢুমাঢুম ঢুম
টাকঢুমাঢুম ঢুম
মেহেদি আর হলদি বাটার
লাগবে এবার ধুম
তোমার ছড়া দস্যি
আমার ছড়া লাজুক
লাজুক ছড়ার দস্যি ছড়ার বিয়ে
কি না
ভাববে সবাই
ভাবুক
ভাবনামুখর ফাঁকে
তুমি আমি ছড়া হব
জানবে সবাই
জানুক
..................................
সাদা
আমার ছড়া
কালো
তোমার আমার
ছড়ায় ছড়ায় বিয়ে হবে
অনেক ছড়ার মেলা হবে
কী মজা না হবে...
হাসবে সবাই
হাসুক
হাতিশালায় সাজবে হাতি
ঘোড়াশালে ঘোড়া
ছাদনাতলায় বাজবে বাজনা
টাকঢুমাঢুম ঢুম
টাকঢুমাঢুম ঢুম
মেহেদি আর হলদি বাটার
লাগবে এবার ধুম
তোমার ছড়া দস্যি
আমার ছড়া লাজুক
লাজুক ছড়ার দস্যি ছড়ার বিয়ে
কি না
ভাববে সবাই
ভাবুক
ভাবনামুখর ফাঁকে
তুমি আমি ছড়া হব
জানবে সবাই
জানুক
..................................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন