শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

বৃষ্টি ও তুমি


বাদলদিনের অভিবাদনায় বুঝলাম… যে কদম সে-ই বর্ষা… আমি অনুরাগ...

বৃষ্টির ফোঁটায় তুমি আছ,
বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তোমার চুম্বন!
ধুয়ে ধুয়ে মুছে নাও সকল বিষাদ… মেঘলা পাড়ায় থাকো,
বাঁচো,
ঝরো, ঝর ঝর ঝর, মাটির শরীরে, হও সবুজের গান…
বৃষ্টির ফোঁটায় তুমি আছ, বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তোমার চুম্বন!
বাদল দিনের প্রথম কদমফুলে
ডাকছি তোমাকে,
তৃষিত আমেজে, ভেজাও চৈতালি দাবদাহ,
দেহমনোতাপ।
গগনে গরজো বর্ষা নহে বর্শা...

একদা একটা মন
নাটোরের পথে পথে... মনের অরণ্যে... ভিজেছিল... সজল বর্ষায়,
ডেকে নিয়ে
মানকচু পাতার ছাতার নীচে,
বলেছিল কানে কানে : বৃষ্টির প্রতিটি ফোঁটায় আছে এক উদাসী কবির উপ-স্থিতি!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন