শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

গ্রামপতনের ধ্বনি


...................................................................................
নাগরদোলায় দোলে নগরজীবন!
নাগরিকা, দেখে জানালায়, দূরদেশ— গ্রাম— হাতছানি!...
আর
প্রাসাদি শাড়ির কারুকাজে
ঢাকে দেহের সুষমা—
ফুল, পাখি, প্রজাপতি, বনানি, পাহাড়, নদী......
নাগরদোলায় দোল খেয়ে খেয়ে
আধোঘুমে ভাবে,
জলের সোহাগভরা কাঁখের কলসে পিপাসা মেটানো নদীর যুবক,
হাঁটে কুয়াশাঘেরা আড়ালে,
নদীবাংলার কূলে বাজে বাঁশি,
বাঁশির পরানে জাগে সুর— গ্রামপতনের ধ্বনি!
নাগরিকা জানে,
ইটের টোপর পরা নগরবাসরে জাগিবে আবার অর্দ্ধনারীশ্বর, নিয়ে যেতে তারে সবুজপ্রণয়ে!.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন