কোথাও যাওয়া হয়নি আমার এ পৃথিবী ছেড়ে!
আমার এ সবুজ পৃথিবী ছাড়া আর কোনো ভিটেমাটি নেই!...
আমারও জাতীয়তা আছে,
বাঙালিয়ানার শ্যামদেশ আমার ঠিকুজি, পূর্ব্বপুরুষের!...
আমার কোনও জাতীয়তাবাদ নেই!
আমার কেবলই
পৃথিবীময় একটি ছাতা আছে!...
শুধু,
শাপলার দিকে তাকিয়ে বলি না, সু-ন্দ-র!
আমি
মাঠজুড়ে গোলাপ বকুল গাঁদা
টগর চামেলি বেলি
বুনোফুলে ঢাকা বাগানের মর্ম্ম ভালোবাসি, ভালোবাসি বিনিসুতামালা…
এ মন
দোয়েলের শিসে মুখরিত হয়
যেমন,
তেমনই মুখরিত হয় অন্যকোনো তানে… গানে… ভালোবাসি
পাখপাখালির ঐ-ক-তা-ন!
আমার ধর্ম্মের নাম, মোহনা! যেখানে নদীরা এসে মিশে মিতালিপ্রবণ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন