নগরনন্দনে,
শ্রাবণমুখর
রিমঝিম রিমঝিম
রাগে,
ভিজে
ভিজে,
দোলছে
বাতাসে, একটি সবুজ পাতা,
উত্তরের
জানালায়,
দোলছে
বাতাসে,
একটি
সবুজ পাতা, একটি সজল আবাহন—
সবুজেষু,
কেমন আছেন?
আসেন,
বৃষ্টিতে ভিজি, তানপুরার তানে বেজে বেজে,
শুনব
এবেলা, জলপতনের গান,
দেখব
বিজনে,
জলের
প্রণয়ে ভিজে ভিজে স্নান করে,
কাজলা
সবুজ শাড়ি পরা গ্রাম,
যেখানে
দুজনে,
করব
রোপণ, বকুলের চারা,
সবুজেষু,
আসেন,
সৃষ্টিতে ভিজি, জলের প্রণয়ে,
হব
সবুজসম্ভবা!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন