শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

সাহস


..................................
তাড়া আছে।
যাই...
সাহস, আসার কথা আছে!
হয়েছে সময়!
এখানে
ভালোও লাগছে না, যেন পরবাসী পরবাসী...
তাছাড়া
একে একে খসে পড়ছে সময়
প্রাসাদটা ধসে যাবে যে কোনো সময়!
বাতাস বলছে চুপিচুপি
প্রাসাদের মনে
বাগানে বাগান হয়ে ফোটা ফুলে ফুলে ওড়ে মৌমাছিরা,
দেখে না হালচাল!
ছিলাম অনেক...
যাই...
বাড়িটা বানাতে হবে...
আসছে সাহস
নতুন বাড়ির উপাদান!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন