ভাবেন,
পারেন যা যা।...
যেই
ভাবের
গহনে,
লবণ
ও লঙ্কার আদরে রাঙিয়ে মন,
তারিয়ে
তারিয়ে খায় কামরাঙা,
সেই
ভাবের
গহনে,
নদীর
কিনারে,
সময়
রাঙানো মনে দেখা হোক আমাদের!...
এই
অভিলাষটুকু
যেন
সুতোছেঁড়া
ঘুড়ি হয়ে উড়ে না যায় লাঠাইয়ের টানটুকু ভুলে!
[.......]
ভাবেন,
পারেন যা যা।...
যেই
ভাবের
গহনে,
লবণ
ও লঙ্কার আদরে রাঙিয়ে মন,
তারিয়ে
তারিয়ে খায় কামরাঙা,
সেই
ভাবের
গহনে!...
একটুও
মিথ্যে না!—
যেমন
মিথ্যে
না,
বাতাসের
হিমেল
কামড়ে
কেঁপে
কেঁপে ওঠে শিউলিফুলের ঠোঁটেল পাপড়ি!...
ভাবেন,
পারেন যা যা।...
তবে
মন
আমার নাচিছে আজি এ বর্ষায়
ময়ূর
আনন্দে!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন