হা =
ফাঁকা মানে শূন্যতা বা স্পেস!
আমরা যখন হা-হা করে হাসি,
তখনো মুখের মাঝে
‘হা’ স্পেস হয়, মানে শূন্যতা বা ফাঁকা হয়!
আবার যখন
(কোনো বিষয় বিহনে) হাহাকার তৈরি হয়,
তখনো হা-হা আকার মানে শূন্যতা বা ফাঁকা তৈরি হয়!
আর সেই ফাঁকাটুকু ফাঁকি দিতে গিয়ে
যখনই তোমাকে মনে পড়ে,
হা-হা করে হেসে উঠি;
সহজে আড়াল করি তোমার শূন্যতা, হা-হা-কা-র!...
তবে,
হয়তোবা তুমি আছ অন্য কোনো পূর্ণিমায়,
পূর্ণাঙ্গ সুন্দরে,
ফাঁকার ভরাটে, পূর্ণতায়!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন