শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

ছায়া


আমার দর্পণে ছায়া, ছায়ার দর্পণে আমি, ক্রীড়াপর!...

পালাব কোথায়? ফুল আর চাকু হাতে
তাড়া করে ছায়া।
ছাড়ি ছায়ার পরিধি, ছাড়ে না যে ছায়া,
দেখায় ধারাল ফলা— চকচকে!
তাড়ায় আমাকে,
লাশের উপত্যকায়;
আমার দুচোখে ভাসে, ছায়া— এক হাতে ফুল,
এক হাতে চাকু।
তৃতীয় দেয়ালে চেপে ধরে,
নাকে,
ছোঁয়াল সুরভি,
পাঁজরে, বিঁধিল নীরবতা!...
আলোছায়াঘরে
আমাকে
কাটছে ফা-লি-ফা-লি।...

ছায়া, তুমি কার?
বলতেই, কানে বাজে কুহকী হাসির ঝংকার, ওঠে কেঁপে কেঁপে ছায়া-ছায়া-অন্ধকার।...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন