........................................................................................................
প্রথম প্রকাশ : আগষ্ট ২০১৮
প্রকাশক— মনফকিরা
.................................................................................................................................................
‘লেখা’ শব্দটি ক্রিয়া। ক্রিয়া ব্যতীত কোন মানুষ নেই, এমনকী
প্রকৃতিজগতে অন্যান্য প্রাণীও। এই ব্রহ্মাণ্ড ক্রিয়াশীল… সচলতা ছাড়া জীবন চলে না! আর
এই লেখালিখি/ক্রিয়া বিষয়টার সাথে, মনের মাজারে নড়নচড়নমনা বাউলটার (নন্দনতাত্ত্বিক)
মরম যাতনা আছে! যার মর্ম্মে কানাকানি জানাজানি করে জীবনপ্রকৃতি, তার কাঙ্ক্ষা— প্রাপ্তি
ও হতাশার দ্বান্দ্বিক মিথষ্ক্রিয়ায় যে রসটুকু বের হয়ে আসে তারই সার এই লেখা! এই লেখালেখি
“আড়াই অক্ষরে” বলা যেতে পারে নিজেকে/প্রকৃতিকে বিনির্ম্মাণ কিংবা প্রকাশ…
আর এই প্রকাশতত্ত্বের পথে (দীর্ঘ ২৪ বৎসরের বাক্যচর্চ্চার
সারমর্ম্ম) ‘ফুলেরা পোশাক পরে না’ প্রথম পদক্ষেপ… যেখানে ১৭৮টি কবিতায় (পুরুষবাদিতা
কিংবা নারীবাদিতার বিপরীতে) ধরতে চাওয়া হয়েছে এমন এক (নন্দনতাত্ত্বিক) অভিসন্দর্শন— মর্ম্মটুকু এই:
শিল্প হল অর্দ্ধনারীশ্বর, যাহার অর্দ্ধেক শিব… অর্দ্ধেক পার্ব্বতী!...
শিল্প হল অর্দ্ধনারীশ্বর, যাহার অর্দ্ধেক শিব… অর্দ্ধেক পার্ব্বতী!...
এই বইদেশে ভূমিকা না করে ভিতরে ঢোকেন… এটুকু কেবলি ইঙ্গিত,
এর পাতায় পাতায় ভাঁজে ভাঁজে লুক্কায়িত মর্ম্মকে জানতে পাঠ করুন, নক্শিকথায় বোনা সুতোর
কাহন… উদ্যাপনের কথামালা… বাংলাসাহিত্যের অর্দ্ধনারীশ্বরকাণ্ড… বিশ্বদৃষ্টির পরম্পরা…
ব্যক্তিস্বাতন্ত্র্যতাবাদী এককের বিপরীতে সমগ্রতার যুক্তাঞ্চল!…
যার
রচয়িতা মারা গেছে সৃজন বর্ষায়, খুঁজেও পাবেন না তাহাকে জলের বাসরে…
..............................................
যার
রচয়িতা মারা গেছে সৃজন বর্ষায়, খুঁজেও পাবেন না তাহাকে জলের বাসরে…
..............................................
সূচিপত্র
............................................
বাঁক
কম কথার মানুষ
চাঁপাফুল
নবনীতা জলের বোধন
পরিবর্ত্তনা চৌধুরানি
শরীর শরীফ
লাঙ্গলবান্ধব
দণ্ডনীতি
একটুখানি পরিচয়
দাঁড়াও হে লাল
ভাড়া-টিয়া
সান্ধ্যখবর পত্রিকার হেডলাইন
নঁক্শিকথায় বোনা সুতোর কাহন, ফুলতোলা গাথা— প্রতি আজাজিল
ফুলেরা পোশাক পরে না
চোরাবালিকেন্দ্র
Ling(uistic) Shiva
সংশয় আছে
মিথিলা বোমাং
অপরাধ বিষয়ক
মনিহার
দ্বন্দ্ব/ বন্ধ করো
না জানালা
কেবল সংশয়ে বেঁচে থাকা যায় না
বাদ্যবাধকতা
ঝরাপাতার কবিতা
যুক্তবর্ণা
শতনেত্রা উপমার আনারস
জ্যা, মিতি ও সৃজন
অভিবাসী মেঘ
কুশল
ফুলেরা পোশাক পরে না
কোরবানি
সবুজ পাতার মূল্যবোধ
সবুজ পাতার মূল্যবোধ
আলো ও আঁধার
শারীরিক
সময়তাড়িত কথামালা
অনিশ্চয়তাতত্ত্বের সুতোয় ঝুলে আছে সোনার আপেল
সবুজ সংকেত
চন্দনা
ফাঁসির দড়ির গোলাকার চাঁদ
নার্সিসাসের আয়না
লাল বার্ত্তা
ঢোল
কলাবতী ফুল জানে
কল্কেকাহন
শাকাম্ভরী
বৈশাখ ফিরতিপথের সখা
মিডিয়া
বলুন কী ‘ভাবে’ তুমি করে বলি
উত্তর সাময়িকী
কালাগাছি ও শ্যামলা কলসি
পেরেস্ত্রোইকা গোধূলিসন্ধির নৃত্য
খবরটা পেয়ে যাবি পাখিশুমারি লগনে
শূন্যের মঞ্জিল
একটি সাদা রুমাল একটি তারকা
জীবনপাগলা
রোদনের পদাবলি
অধরা আনন্দ
রঙিলা প্যাঁচাল
অ্যাস্ট্রাইয়া বিপন্ন ক্রন্দনধ্বনি
লালবাগ
তালে ও বেতালে
আমি ও গোলাপ আত্মপক্ষ সমর্থন
(অ)প্রচল কবিতা
জলদাস ও রজকিনী মাছ
শূন্য সংখ্যার মালা
বসন্ত কি আসি আসি
পেয়ারামুখর খুকি ও কাঠবিড়ালিমন
ছাগলমশাই জানে
জীবনানন্দের খোঁজে
ভিখারি ও অর্থনীতি মুখোপাধ্যায়
দেয়াল ও গণচুচু
পাগলের পাগলদর্শন
মুলা মূল্যের কবিতা
মায়াবাড়ি পাঠশালা
সত্য এক টুকরা কাবাব
বাঁশি
বাদলের উকুনকাহিনি
টোকা
ঘর ও বাহির একটি গল্পের
রূপরেখা
শিমুলফুলের রাষ্ট্রে তার সাথে দেখা
ক্রীড়া বাঘ না শাপলা
জানালা, উদাসী বাতাস ও মিস্টিক ঘ্রাণ
বেলুন উৎসব
বৃষ্টি
খোঁচা
বইসাঁকো
ভারতী ও লাল কিলিপ কড়চা
নাম
শিল্পের দূরত্ব
চুমুফল
বকুলগাথা
শিল্প, প্রতিশিল্প
চিত্রকল্প
পাঠ সোনালি ভোরের অনুবাদ
স্বরূপের কাছে
রাঘব> বোয়াল
জীবনানন্দের ঘাস
তরবারিনামা
শব্দগ্রাম
গণেশ অবিসংবাদিত গোলাপ
চিৎপুরের কড়চা
লোপামুদ্রা
চিনিফানা
চিঠি শ্রী চৈতন্য বরাবরে
চিঠি শ্রী চৈতন্য বরাবরে
রাজাকার
ধৃত-রাষ্ট্রের প্রার্থনা
গাজী ভঙ্গি শাহ
ফানাফিল্লাহ
কদমবিলাস
ক্রসফায়ারে ধৃতরাষ্ট্র
পাসওয়ার্ড>
জপমালা> তসবিহদানা
হা-হা-হা কিংবা হাহাকার
হা-হা-হা কিংবা হাহাকার
ঠিকুজি
উদ্যাপনের কথামালা
গণিত-অজ্ঞ
সমবেদনা
মায়া
অস্ফুট
গোঙানি
প্রতিভাষ্য
ধুলোবালিসংসার
শ্যাম বাড়ি নেই
বৃষ্টি ও তুমি
ধামাচাপা
গ্রামপতনের
ধ্বনি
উত্তর ফাল্গুন
সাহস
উত্তর ফাল্গুন
সাহস
‘হিংসা’
পরম ধর্ম্ম/ প্রকৃতির/...
সাড়া
বিকল্প
তরবারির প্রস্তাবনা
মুখশ্রী
বৃক্ষ
আমি ও ফড়িং
কবিরাজ শ্যামল বৈদ্যের শিকড়ভাবনা
মায়াবাড়ি পাঠশালা
রিমঝিম রায় ও জলের চাতক পঙ্ক্তি
নটরাজ
সবুজ পাতার সাথে পেতেছি বন্ধুতা
আধার ও আধেয়
বৃত্তচারী
চাকুরে
প্রতি-আবাহন
প্রতি-আবাহন
খেলা
ছায়া
গাধা
সুন্দরী সরিষাফুল
সুন্দরী সরিষাফুল
(প্রতি)বেদন
সবুজসম্ভবা
গুঞ্জন
চৌধুরী
(আ)কামের
পৃথিবী
ছড়ায় ছড়ায় বিয়ে
বাজারফেরত একটি কবিতা
বাহিরানা
স্বাক্ষর
কলার বাজার
জল
নদীতীর, ছবির মিছিল ও একটা লোক…
নদীতীর, ছবির মিছিল ও একটা লোক…
দাম্পত্যকাহন
খণ্ড খণ্ড লড়াইয়ের অখণ্ড হৃদয়গাথা
বর্ণচ্যুতি ও অন্যান্য...
নন্দনের
প্রাসাদভাবনা
বাক্যবীণা
গোলাপত্ব
বৃক্ষলতা
মৃত্তিকা,
দ্বিধা হও
কাজলা গাঁয়ের কবিতাকে নিয়ে একটুখানি
কাব্য
গহন গোপন কথা
বাঁশকাব্য
বাঁশকোঁড়ল
লাঠি
সাপ আর বাঁশ
ফুলের
কড়চা
ঝাঁকা
প্রস্তাবনা
সংলাপ
স্পর্ধা
সংলাপ
স্পর্ধা
তিলোত্তমা
প্রপিতামহের ছাতা
যুক্তাঞ্চল
যুক্তাঞ্চল