বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

ফুলের কড়চা


প্রজাপতি,
রঙিন ডানার আলপনা মেখে মনে,
উড়ছে বাগানে, লাভে, ফুলের একক মালিকানা!

এমন সময়ে
  বিরূপভাষণে
      মৌমাছিসভায় প্রস্তাবনা— ফুল হোক সকলের!
............
সময়চাকায়
দলিত ফুলের বসবাসে;
বন্ধুর অধিক
 একটি দোলনচাঁপার অভাবে ভাবে আছে
        মৈত্রেয়ীপরান।

                 যাবে, আরো কিছুকাল।...

তারপর,
ভাবে ও অভাবে
আলোড়নে
ফুটিবে দোলনচাঁপামৌমাছিকুলের কাঙ্ক্ষিতা!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন