.................
জানি;
মৃত্যু যেখানে মহিমাময়,
সেইখানে, তোমাকে ঠেকানো বড় দায়!
তবু বলি,
এইসব মৃত্যুর মিছিলে
তুমি কী ধর্ম্ম করছ হে খ্যাপা?
জানি;
মৃত্যু যেখানে মহিমাময়,
সেইখানে, তোমাকে ঠেকানো বড় দায়!
তবু বলি,
এইসব মৃত্যুর মিছিলে
তুমি কী ধর্ম্ম করছ হে খ্যাপা?
‘ধর মিতি মিতি’ রাগে
(ধারণ যোগ ম-এ
মনের ধরনে গাঁথা) ধর্ম্ম—
যে ভাবের রসে
(ধারণ যোগ ম-এ
মনের ধরনে গাঁথা) ধর্ম্ম—
যে ভাবের রসে
মিলন বিরহে গাঁথা জীবনকলায়,
‘কর মিতি মিতি’ রাগে
(করণ যোগ ম-এ
মনের করণে গাঁথা) কর্ম্মে, তুমি যুক্ত করো হে বন্ধন!
(মুক্তমনা না, যুক্তমনা আমি!) মুক্ত করো ভয়, সম্মুখসমরে ডাকে যুক্তাঞ্চল!...
মুক্ত বকুলেরা জানে,
যুক্ততায়
সুতোর গাঁথুনি, মালাবিনিময়!...
তেমনি, আয় তবে হাতে হাত রাখি রাখির বাঁধনে।
খ্যাপা, ক্রিয়াশীলা নদীর মননে
জলের ঘূর্ণনে বাজে প্রতি-ক্রিয়াশীলতার গান?...
ভেসে যাওয়া
জনপদের কাহিনি জানে,
পাহাড়ের ঢাল বেয়ে নামা অথৈ প্লাবন,
পিছনে রাখিয়া যায় পলিভাষা, নবতর ফসলি বিন্যাসে!...
শাশ্বতীর মনে,
বাদে ও বিবাদে আয় অবাধ সমুদ্রে,
ভেদ ও বিভেদে আয়
অভেদ সমুদ্রে...
খ্যাপা,
তিনি সর্ব্বভূতে বিদ্যমান, ফানা!...
‘কর মিতি মিতি’ রাগে
(করণ যোগ ম-এ
মনের করণে গাঁথা) কর্ম্মে, তুমি যুক্ত করো হে বন্ধন!
(মুক্তমনা না, যুক্তমনা আমি!) মুক্ত করো ভয়, সম্মুখসমরে ডাকে যুক্তাঞ্চল!...
মুক্ত বকুলেরা জানে,
যুক্ততায়
সুতোর গাঁথুনি, মালাবিনিময়!...
তেমনি, আয় তবে হাতে হাত রাখি রাখির বাঁধনে।
খ্যাপা, ক্রিয়াশীলা নদীর মননে
জলের ঘূর্ণনে বাজে প্রতি-ক্রিয়াশীলতার গান?...
ভেসে যাওয়া
জনপদের কাহিনি জানে,
পাহাড়ের ঢাল বেয়ে নামা অথৈ প্লাবন,
পিছনে রাখিয়া যায় পলিভাষা, নবতর ফসলি বিন্যাসে!...
শাশ্বতীর মনে,
বাদে ও বিবাদে আয় অবাধ সমুদ্রে,
ভেদ ও বিভেদে আয়
অভেদ সমুদ্রে...
খ্যাপা,
তিনি সর্ব্বভূতে বিদ্যমান, ফানা!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন