...
না/ ওটা তিল না/ বর্ণ/... ওখানে লুকানো আছে/
অর্থের বাগান/...
জগতের সকল উত্তম থেকে/
তিলতিল পরিমাণ সৌন্দর্য্য নিয়ে গড়া/
তিলোত্তমার স্বাদ ও সাধনা/...
অব্যক্ত ব্যঞ্জনা নিয়ে ফুটে আছে/ অধরের কোণে/
জগতের সকল উত্তম থেকে/
তিলতিল পরিমাণ সৌন্দর্য্য নিয়ে গড়া/
তিলোত্তমার স্বাদ ও সাধনা/...
অব্যক্ত ব্যঞ্জনা নিয়ে ফুটে আছে/ অধরের কোণে/
সলাজ ভাষায়/...
তিলোত্তমা বর্ণ/ ইশারায় শিস্ দিয়ে যায়/...
অধরের ভাষা জানে/ অধরা আনন্দ/ রসিক জানে মর্ম্ম/...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন