বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

বাঁশকোঁড়ল


....................
‘খাবো’ ‘খাবো’ করে খাওয়া হয়নি কখনও!
আজ
পেয়ে গেলাম হঠাৎ, রয়েসয়ে স্বাদ নিচ্ছি, সবজিটির নাম : বাঁশকোঁড়ল!
খেতে খেতে ভেসে উঠল চোখের পর্দায়,
বাশঁনৃত্য—
ঠকাস্ ঠকাস্ টক্ টক্, ঠকাস্ ঠকাস্ টক্ টক্,
দ্রিমি দ্রিমি দ্রিম্ দ্রিম্, দ্রিমি দ্রিমি দ্রিম্ দ্রিম্,
তালে তালে
চতুর্ভুজে, ফাঁকে ফাঁকে, নৃত্যপর পায়ের চলন!...
মনে পড়ল, ইস্কুলপালানো দিন; বাঁশের কঞ্চির শপাং শপাং নিদারুণ ভালোবাসা!...
মনে পড়ল,
হরিপ্রসাদ নদীটির কূলে বাজা চৌরাশিয়ার বাঁশি!
বাঁশির নৈকট্যে সুরের পরানে জাগা বাঁশবাগানের টান, জানে মস্‌নবী!
বাঁশের কঞ্চির কলমের ইতিহাসে
মনে পড়ল,
আরো কত না কাহন!...

স্বাদের আঘ্রাণে জাগা কালস্য জিহ্বা থেকে
ঝরে
ধ্বনির মঞ্জরি :
বাঁশের জয় হউক ভিন্নভিন্ন স্বাদে ও স্বাধীনতায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন