...............................
— প্রীতির
অরণ্যে জেগেছে একটা গাছ
— ফুল ফল যে ফলে না
— ফলবে
— কখন
— নির্ব্বাচিত ফাল্গুনে
ফুলে ফলে ভরবে গাছটা
হাওয়ায় হাওয়ায় বাজাবে নূপুর সবুজ পাতার ভোর
বারোদুয়ারি বাড়ির আঙিনায় বাড়বে গাছটা
আলোছায়ানীড়ে
মাটি আর জলের আদরে
ফলাবনির্ব্বাচিত ফাল্গুন...
ফলজ জীবনযোগে
আমাকে বাসনা করো
এমন মালির দেখা আর কখনো পাবে না...
— ফুল ফল যে ফলে না
— ফলবে
— কখন
— নির্ব্বাচিত ফাল্গুনে
ফুলে ফলে ভরবে গাছটা
হাওয়ায় হাওয়ায় বাজাবে নূপুর সবুজ পাতার ভোর
বারোদুয়ারি বাড়ির আঙিনায় বাড়বে গাছটা
আলোছায়ানীড়ে
মাটি আর জলের আদরে
ফলাবনির্ব্বাচিত ফাল্গুন...
ফলজ জীবনযোগে
আমাকে বাসনা করো
এমন মালির দেখা আর কখনো পাবে না...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন