উপকূল
সবুজ
প্রকল্পে, প্রজাতির তালিকায় আপনার নাম নেই!
তবু
রয়েছেন
ফুটে,
স্পর্ধা!
কী
এমন দুর্বিনীত—
বুনোফুল,
এ কি লজ্জা দিচ্ছেন আমাকে?
নানান
রকম তালিকার বহি থেকে বাদ পড়া পলাতক আমি,
দেখে
আপনাকে, দাঁড়ালাম…
বলছেন,
ফিরে যাও, তালিকাবিহীন মানুষের কাছে,
কাতারে
কাতারে সাজসাজ রবে!
জানি,
ঝুলবে
তালিকা, পরোয়ানা!
যেইভাবে,
ওড়না প্যাঁচিয়ে, ঝুলছে মেয়েটি, জীবনের দামে।
তবু
আগামী
বর্ষায়, সবাক দাঁড়িয়ে যাব,
স্পর্ধা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন