……………………….
থমথম
চারিদিকে
ফাঁকা। ফাঁকার পরানে মার ঝাঁকা,
ঝাঁকা ঝাঁকা ঝাঁকা…
ঝাঁকার পরানে জাগবে আবার কোলাহল।…
চল্,
দেয়াল
ভাঙার কারুকাজে,
বল্
: হেঁইয়ো,
হেঁইয়ো, হেইয়ো, হেঁ-ই-য়ো।
দে-রে,
ঝাঁকা, ঝাঁকা, ঝাঁকা… ভেঙে, পড়বে দেয়াল, ঝুর ঝুর ঝুর...
থমথম।
চারিদিকে ফাঁকা। ভাই, হ রে বাঁকা।
সোজা
আঙুলে ওঠে না রে ঘি।
পথে পথে
ঘুরে, শেকলছাড়া কুকুর,
মার্,
ঝাঁকা ঝাঁকা
ঝাঁ-কা।
আছে
বারতা
লুকানো কথার মিছিলে, নহে ফাঁকা।...
এইসব,
আমি না,
বলছে কাকা।...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন